ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রী চাপের সুযোগে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে বাসমালিকদের বিরুদ্ধে। বিকেল থেকেই টিকিট কাউন্টারগুলোতে রয়েছে ঘরমুখো মানুষের ভিড়। এ সুযোগে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের।
শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ের বাস কাউন্টারগুলোতে এ চিত্র দেখা গেছে।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে চিটাগাংরোড থেকে কক্সবাজারের ভাড়া ১ হাজার ১০০ টাকার পরিবর্তে ১ হাজার ৮০০ টাকা, শিমরাইল মোড় থেকে কুমিল্লার ভাড়া ৩৫০ টাকার পরিবর্তে ৬০০-৭০০ টাকা, দাউদকান্দির ভাড়া ১০০ টাকার পরিবর্তে ২৫০- ৩০০ টাকা, নরসিংদীর ভাড়া ১০০ টাকার পরিবর্তে ৩০০-৪০০ টাকা, চট্টগ্রামের ভাড়া ৬৮০ টাকার পরিবর্তে ৯০০- ১০০০ টাকা, ফেনীর ভাড়া ৫০০ টাকার পরিবর্তে ৮০০-৯০০ টাকা নেওয়া হচ্ছে।
রফিকুল আমিন নামের এক যাত্রী বলেন, ‘ঈদে যানজট না থাকলেও অতিরিক্ত ভাড়া আমাদের জন্য ভোগান্তির অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা নিরুপায় হয়েই অতিরিক্ত ভাড়া দিয়ে গ্রামে যেতে বাধ্য হচ্ছি।’
রাকিবুল হাসান নামের আরেক যাত্রী বলেন, ‘কুমিল্লায় এতদিন ৩০০ টাকায় যাতায়াত করেছি। এখন দ্বিগুণ ভাড়া দাবি করছে। দ্বিগুণ ভাড়া দিয়েও বাস পাওয়া যাচ্ছে না।’
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের ট্রাফিক ইনচার্জ (টিআই) একেএম শরফুদ্দিন জানান, ঈদে বাসমালিকদের অতিরিক্ত ভাড়া আদায় করার নিয়ম নেই। কেউ যদি আমাদের কাছে অভিযোগ করেন তাহলে আমরা অবশ্যই এ বিষয়ে ব্যবস্থা নেবো।