শনিবার , ২২ এপ্রিল ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কুড়িগ্রামে কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেস্ক
এপ্রিল ২২, ২০২৩ ৮:১৭ পূর্বাহ্ণ

কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে ও পৌরসভার ব্যবস্থাপনায় শনিবার সকাল ৯টায় ঈদুল ফিতরের প্রধান জামাত কুড়িগ্রাম কালেক্টরেট ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. নুর বখত।

জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহসান হাবীব নীলুসহ মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, আইনজীবীসহ বিভিন্ন পেশা ও বয়সের হাজার হাজার মুসলমান এ নামাজে অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ৮টায় পৌরসভা সংলগ্ন পুরাতন ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার অন্য ৮ উপজেলা ও নাগেশ্বরী, উলিপুর এ দুই পৌরসভার কেন্দ্রীয় মাঠে পৃথক পৃথকভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদুল ফিতরের নামাজ শেষে দেশের ও সারা বিশ্বের সকল মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় ঈদগাহ মাঠে দোয়া অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - সারাদেশ