নরসিংদীতে ২৮ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. জাকিরকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাত পৌনে ১২টার দিকে পৌর শহরের ব্রাহ্মণপাড়া এলাকার একটি থেকে ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল বাসার জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির ওরফে
মোস্তফাকে গ্রেফতার করা হয়। সে রায়পুরা উপজেলা নিলক্ষ্যা বীরগাঁও পশ্চিমপাড়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে পাসপোর্ট আইনে ২৮টি মামলা
গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।