পটুয়াখালীর দশমিনায় তেতুলিয়া নদীর মোহনায় ঝড়ের কবলে পরে বিয়ের ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ বর ও তার মাসহ নিখোঁজ চার জনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১০টার মধ্যে তেতুলিয়া ও বদনাতলী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় নিখোঁজদের লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন, বর রাব্বি হাওলাদার (২০) ও তার মা সেলিনা আক্তার (৪০), শিশু খাদিজা (৫) ও মানসুরা (৮)। গলাচিপা উপজেলার বদনাতলী লঞ্চঘাট সংলগ্ন নদী থেকে মা-ছেলেকে ভাসমান অবস্থায় ও শিশু খাদিজা ও মানসুরাকে উদ্ধার করা হয় সকাল সাড়ে ১০টায় তেতুলিয়া নদীর পাতার চর পয়েন্ট এলাকা থেকে। এর আগে ট্রলারডুবির ঘটনার পরপরই বরের ফুফু লিপি বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলারডুবির ঘটনায় মোট ৫ জনের লাশ উদ্ধার করার পর উদ্ধার কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।
উদ্ধারকারী দলের দল নেতা ও পটুয়াখালী নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রেজওয়ান জানান, দুই জনের লাশ গলাচিপার বদনাতলী সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি দুই শিশুর লাশ তেতুলিয়া নদীর পাতারচর পয়েন্ট থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধারে নিরলস কাজ করেছেন ফায়ার সার্ভিস সদস্য, নৌ-পুলিশ সদস্য, কোস্টগার্ড সদস্য, থানা পুলিশসহ উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনসাধারণ কাজ করেছে। নিখোঁজদের সকলের লাশ উদ্ধার হওয়ায় কার্যক্রম স্থগিত করা হয়েছে।
দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাফিসা নাজ নীরা বলেন, ট্রলারডুবির ঘটনায় নিখোজঁ মোট চারজনসহ ৫ জনের লাশ উদ্ধার করার পর দুপুরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যেক পরিবারকে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে বিশ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উদ্ধার তৎপরতায় অংশ নেয়া সকলকে ধন্যবাদ জানান ইউএনও।