এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের টিকিট নিয়ে সোমবার সকালে দেশে ফিরেছেন কিশোরী ফুটবলাররা।
রোববার সিঙ্গাপুরে জালান বেসার স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ও শেষ গ্রুপম্যাচে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে বাংলাদেশ নিশ্চিত করে দ্বিতীয় রাউন্ডের খেলা।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল দেশে ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
বাংলাদেশ প্রথম ম্যাচে ৬-০ গোলে হারিয়েছিল তুর্কমেনিস্তানকে। এই গ্রুপে বাংলাদেশই একমাত্র দল যারা কোনো গোল হজম করেনি। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা হবে ১৬ থেকে ২৪ সেপ্টেম্বর। কোথায় হবে তা এখনো নির্ধারণ হয়নি।
মেয়েদের এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।