মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জার্মানির মিউনিখ আ.লীগের নতুন কমিটি

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২, ২০২৩ ১:০৯ অপরাহ্ণ

মিউনিখ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হয়েছেন কামাল বেপারী। জার্মানির মিউনিখ শহরে রোববার একটি মিলনায়তনে জার্মান আওয়ামী লীগ মিউনিখ শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন মিউনিখ আওয়ামী লীগের সভাপতি মুরার মাহামুদ বেপারী। সঞ্চালনা করেন জার্মান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া ও মিউনিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল বেপারী।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান। প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রুবেল উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন- ফরিদ মিয়া, কামাল মিয়া, আবুল খায়ের মিয়া, লিটন বেপারী, জহিরুল হক, শিশির আহমেদ, রুমানা আক্তার, সূর্য কান্ত ঘোষ, বাপ্পি তালুকদার, শেখ রেদোয়ান, লিখন খান ও জার্মান সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আউয়াল খান প্রমুখ।

সম্মলনে বক্তারা জাতির পিতার জীবন ও বাংলাদেশের জন্য তার অবদান শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

সম্মেলনে সর্বসম্মতিক্রমে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান মিউনিখ আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি হিসেবে মুরার মাহামুদ বেপারী ও সাধারণ সম্পাদক হিসেবে কামাল বেপারীর নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সেরাকণ্ঠ তারকা এসএম লুৎফর ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতী।

 

সর্বশেষ - সারাদেশ