মঙ্গলবার , ২ মে ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সাঁতার না জানার খেসারত দিতে হলো সাজিমকে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

সাঁতার না জানার খেসারত দিতে হলো সাজিম প্রামাণিক নামের এক যুবককে। বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছেন তিনি। সোমবার দুপুরে চরমিরকামারী দাইড়পাড়া গোরস্থান সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

সাজিম প্রামাণিক (২০) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। তিনি বহরপুর হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন।

সাজিমের বাবা ভ্যানচালক ইসরাইল হোসেন জানান, আমার তিন সন্তানের মধ্যে সাজিম মেজো। হাফেজি পাশের পর সে বর্তমানে বাড়িতেই ছিল। বন্ধুদের সঙ্গে পাশের গ্রামে পুকুরে গোসল করতে যায়। এ সময় হঠাৎ সাজিম পানিতে নিখোঁজ হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা দুপুর আড়াইটার দিকে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাজিম সাঁতার জানত না।

ঈশ্বরদী থানার এসআই নাসির উদ্দিন জানান, সাজিমের মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ - সারাদেশ