বুধবার , ৩ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আদালতে মিতুর বাবা বাবুল আক্তারের অফিসে বসেই মিতু হত্যার পরিকল্পনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৩, ২০২৩ ৩:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে সাবেক এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় দ্বিতীয় দিনের মতো আদালতে জবানবন্দি দিয়েছেন নিহতের বাবা মোশাররফ হোসেন। মঙ্গলবার (২ মে) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে তিনি এ জবাববন্দি দেন।

মোশাররফ এ মামলার প্রথম সাক্ষী। তিনি সাবেক পুলিশ কর্মকর্তা। দ্বিতীয় দিনের সাক্ষ্যতে মিতুর বাবা আদালতকে জানান, সাবেক এসপি বাবুল আক্তারের পরিকল্পনাতেই মিতু হত্যা সংঘটিত হয়। বাবুল আক্তারের অফিসে বসে এ পরিকল্পনা হয়। বাবুল নিজের অফিসে সোর্স কামরুল শিকদার ওরফে মুসাকে হত্যার নির্দেশনা দেন।

আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী চট্টগ্রাম মহানগর পিপি অ্যাডভোকেট মো. আবদুর রশিদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোশাররফ হোসেনের জবানবন্দি শেষে তাকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা শুরু করেন। তারা আংশিক জেরা করেন। পরে আদালত জেরা মুলতবি রেখে আগামী ৮ মে পরবর্তী দিন ধার্য করেছেন। ওইদিন আসামিপক্ষের আইনজীবীরা মোশাররফ হোসেনকে অবশিষ্ট জেরা করবেন।

jagonews24মিতুর বাবা মোশাররফ হোসেন/ফাইল ছবি

পিপি আবদুর রশিদ বলেন, মিতুর বাবার সাক্ষীতে খুনের পুরো পরিকল্পনার বর্ণনা দেওয়া হয়। দুপুরে সাক্ষ্যগ্রহণ শুরু করে বিকেল পর্যন্ত এ সাক্ষ্যগ্রহণ চলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ওইসময় এ ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচিত হয়। ঘটনার সময় মিতুর স্বামী তৎকালীন পুলিশ সুপার বাবুল আক্তার ঢাকায় অবস্থান করছিলেন। ঘটনার পর চট্টগ্রামে ফিরে তিনি পাঁচলাইশ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা করেন।

পরে বাবুল আক্তারের করা মামলায় স্ত্রী হত্যাকাণ্ডে তারই সম্পৃক্ততা পায় পিবিআই। এরপর গত বছরের ১২ মে আগের মামলায় চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন বাবুল আক্তারকে প্রধান আসামি করে চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানায় আরেকটি মামলা করেন মিতুর বাবা অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মোশাররফ হোসেন। ওইদিনই মামলাটিতে বাবুল আক্তারকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পিবিআই। সেই থেকে কারাগারে আছেন তিনি।

তবে আইনি জটিলতায় গত ১৩ সেপ্টেম্বর বাবুল আক্তারের শ্বশুর মোশাররফ হোসেনের করা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিয়ে আগে করা বাবুল আক্তারের মামলাতেই তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় তদন্তকারী সংস্থা পিবিআই। অভিযোগপত্রে মামলার বাদী বাবুল আক্তারসহ ৭ জনকে আসামি করা হয়।

গত ১০ অক্টোবর অভিযোগপত্র গ্রহণ করেন মহানগর হাকিম আদালত। গত ১৩ মার্চ চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত মামলার বিচার শুরুর আদেশ দেন। গত ৯ এপ্রিল মামলার বিচারকাজ শুরু হয়। প্রথমদিনেও মিতুর বাবা মোশাররফ হোসেন তিন ঘণ্টা ধরে জবানবন্দি দেন।

সর্বশেষ - সারাদেশ