বগুড়ার ধুনট মডেল প্রেস ক্লাবে ইমরান হোসেন ইমন সভাপতি ও আনোয়ার হোসেন পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার দুপুর ১২টার দিকে ধুনট মডেল প্রেস ক্লাবে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি অনুমোদিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি হেলাল উদ্দিন সরকার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফজলে রাব্বি শুভ, দপ্তর সম্পাদক রবিউল হাসান, সাংস্কৃতিক সম্পাদক রিহানুল হক রিকো, কোষাধ্যক্ষ জুয়েল রানা, কার্যনির্বাহী সদস্য ফিজু আকতার ও শাওন ইসলাম সুমন। কমিটি গঠনের আগে ধুনট মডেল প্রেসক্লাবের সাধারণ সভায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব প্রদান করা হয় ও বিভিন্ন বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হয়।