বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরের (চট্টগ্রাম, সিলেট, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর) আজকের আবহাওয়ার সংবাদ, ঘূর্ণিঝড় ও বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে আজকের আবহাওয়া, বৃষ্টি হবে কি না, আগামীকালের আবহাওয়ার পূর্বাভাসের সর্বশেষ আপডেট।
সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় দেখা মিলছে বৃষ্টির। তাপমাত্রার পারদ ওঠানামা করছে ৩০-৩৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজকের (৬ মে) আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরা হলো।
গতকালের সর্বোচ্চ তাপমাত্রা (কক্সবাজার) | ৩৬.৩ ডিগ্রি সেলসিয়াস |
গতকালের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া) | ১৯.৪ ডিগ্রি সেলসিয়াস |
আজকের সর্বনিম্ন তাপমাত্রা (তেঁতুলিয়া) | ২০.৪ ডিগ্রি সেলসিয়াস |
আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা | ২৬.৬ ডিগ্রি সেলসিয়া্স |
খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে | |
সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে |