চট্টগ্রামে ২০১৪ সালে পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন খুনের ঘটনায় তিন ছিনতাইকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ছিনতাইকারীদের পালাতে সহায়তাকারী অটোরিকশাচালক মো. মনিরকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা ছিনতাইকারীরা হলেন- জসিম উদ্দিন রাজু, মো. মাবুদ দুলাল ও অর্জুন দে।
রোববার (৭ মে) চট্টগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক এ রায় দেন।
কারাদণ্ড ছাড়াও রায়ে চার আসামির প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদারত।
এদিন রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মাবুদ দুলাল আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, নগরীর অক্সিজেন এলাকায় দায়িত্ব পালন করতেন পুলিশ কনস্টেবল ফরিদ উদ্দিন। ২০১৪ সালের ১৩ জানুয়ারি দায়িত্ব শেষ করে আগ্রাবাদ সিএন্ডবি কলোনি এলাকার বাসায় ফিরছিলেন তিনি। পথে ছিনতাইকারীদের হামলার শিকার হন ফরিদ। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ডবলমুরিং থানার তৎকালীন এসআই আমিরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ছয় আসামিকে গ্রেফতার করে। গ্রেফতারদের মধ্যে অটোরিকশাচালক মনির হোসেন ছিনতাইকারীদের ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সাহায্য করেন। অন্য পাঁচ আসামির মধ্যে মো. নাছির ও মো. রাজিব মামলার তদন্ত চলাকালীন মৃত্যুবরণ করেন। পরে তাদের বাদ দিয়ে চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
২০১৬ সালের ৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ১৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ এ রায় দিয়েছেন।