সোমবার , ৮ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইউএনওর ওপর হামলার চেষ্টা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৮, ২০২৩ ৫:৪১ অপরাহ্ণ

ভৈরবে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গিয়ে ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ওপর হামলার চেষ্টা করা হয়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান লিটন মিয়া ঘটনাস্থলে গিয়ে তার নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতায় তাকে উদ্ধার করেন।

সোমবার দুপুর ১২টার দিকে কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের গাজিরটেক এলাকায় বিভিন্ন ইস্যুতে দীর্ঘদিন ধরে পরিবারটি ইটের দেওয়ালে অবরুদ্ধ ছিলেন। মানবিক দৃষ্টিকোণ থেকে আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্ম্মদ সাদিকুর রহমান সবুজ একটি টিম নিয়ে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করতে গেলে স্থানীয় কয়েকজন বাসিন্দা আজিজ মিয়া, সাজিদ, জয়নাল ও জসিম উদ্দিনের ছেলে অপু দেশীয় অস্ত্র রামদা, বল্লম দিয়ে মারতে আসেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. লিটন মিয়া খবর পেয়ে ইউএনও নিরাপত্তা বাহিনীর সহযোগিতায় ঘটনাস্থল থেকে বিক্ষুব্ধ জনতার হাত থেকে উদ্ধার করেন।

এ বিষয়ে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জানান, দীর্ঘদিন ধরে একটি পরিবার পার্শ্ববর্তী লোকদের ইটের দেওয়ালে অবরুদ্ধ হয়ে মানবেতর দিন পার করছেন। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আজকে সেই পরিবারটিকে অবরুদ্ধ থেকে মুক্ত করতে গেলে তখন বিক্ষুদ্ধ স্থানীয়রা দেশীয় অস্ত্র রামদা, বল্লম নিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে খবর পেয়ে ইউপি চেয়ারম্যান লিটন মিয়া এসে আমাদের উদ্ধার করে।

এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

 

সর্বশেষ - সারাদেশ