মঙ্গলবার , ৯ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিলো যুবলীগ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ৯, ২০২৩ ৭:০৩ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার এলংগী এলাকায় এক কৃষকের প্রায় তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।

উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদের নেতৃত্বে মঙ্গলবার (৯ মে) সকালে এলংগী মাঠে ধান কাটায় অংশ নেন যুবলীগের প্রায় ২৫ নেতাকর্মী। এসময় ওই এলাকার কৃষক হিরণ শেখের তিন বিঘা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন তারা।

কৃষকের ৩ বিঘা জমির ধান কেটে মাড়াই করে দিলো যুবলীগ

কৃষক হিরণ শেখ বলেন, অতিরিক্ত মজুরি দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এজন্য পাকা ধান নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। খবর পেয়ে যুবলীগের ছেলেরা ধান কেটে মাড়াই করে দিয়েছেন। এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা যুবলীগের সভাপতি হারুন অর রশিদ বলেন, প্রাকৃতিক দুর্যোগে পাকা ধান ক্ষতির আগেই কৃষকের ঘরে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় তারা কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন।

সর্বশেষ - সারাদেশ