চট্টগ্রামের পটিয়ায় আম পাড়া নিয়ে সংঘর্ষ ও ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। উপজেলার বড়লিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- বড়লিয়া ইউনিয়নের নুরুল ইসলামের পুত্র আবুল বশর (৫৬), একই এলাকার মোহাম্মদ মহিউদ্দিন (৪৮) ও তার স্ত্রী শামীমা আকতার (৩০)। বৃহস্পতিবার একই স্থানে সকাল ও দুপুরে পৃথক দুই সময়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নে বিরোধীয় জমি নিয়ে বিরোধ ও আদালতে মামলা রয়েছে। বিরোধীয় জমিতে একটি আমগাছের আম নিয়ে দুইপক্ষের মধ্যে বিরোধ প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার পৌনে ১১টার দিকে আম পাড়া নিয়ে মোহাম্মদ মহিউদ্দিন একই এলাকার আবুল বশরকে ছুরিকাঘাত করে রক্তাক্ত করে।
পরবর্তীতে হামলার শিকার লোকজন মোহাম্মদ মহিউদ্দিনকে ঘর থেকে ডেকে নিয়ে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর আহতদের উদ্ধার করেন স্থানীয়রা। এদের মধ্যে আবুল বশরকে পটিয়া হাসপাতাল ও মহিউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পটিয়া থানার উপ-পরিদর্শক সঞ্জয় ঘোষ জানিয়েছেন, আম পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্বের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় একটি পক্ষ থেকে অভিযোগ দায়ের করেছে।