শনিবার , ১৩ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বরগুনায় ‘মোখা’ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৩, ২০২৩ ৮:০৮ পূর্বাহ্ণ

বরগুনা জেলা প্রশাসনের উদ্যোগে ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় ‘সুবর্ণা জয়ন্তী’ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে জরুরি সভায় সরকারি কর্মকর্তা, উন্নয়ন সংগঠনের প্রতিনিধি, স্বেচ্চাসেবী সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, দুর্যোগ পরবর্তী পরিস্থিতি তাৎক্ষণিক সহায়তার জন্য পাঁচটি উপজেলায় ১০ মেট্রিক টন করে চাল এবং ৫০ হাজার টাকা এবং বামনা উপজেলায় ৫ মেট্রিক টন চালসহ ২৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে থাকা ফিশিং ট্রলারগুলো নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে বলে সভায় জানানো হয়।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের ২৪টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। আড়াইশ কিলোমিটার বেড়িবাঁধ ভাঙন আছে।

প্রাণীসম্পদ বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ক্ষয়-ক্ষতি দ্রুত নিরুপণের জন্য প্রতিটি ইউনিয়নে টিম করে দেয়া হয়েছে।

সিভিল সার্জনের প্রতিনিধি জানান, ৪২টি ইউনিয়নে ৪২টি মেডিকেল টিম ছাড়াও তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য সাতটি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বিভিন্ন পর্যায়ের ৬৪২টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন ধারণ ক্ষমতা রয়েছে। ৯ হাজার ৬১৫ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে। জেলা পর্যায়ে ছাড়াও উপজেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - সারাদেশ