অ্যান্থোনি মার্শাল এবং আলেজান্দ্রো গারনাচোর দুই গোলে উলভারহ্যাম্পটনকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ঘরের মাঠের এই জয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার পথে অনেটুকু এগিয়ে থাকলো এরিক টেন হাগের শিষ্যরা।
যদিও লিগের এখনও তিন ম্যাচ বাকি এবং লিভারপুল যেভাবে এগিয়ে আসছে, সেভাবে যদি ম্যানইউ একবার হোঁচট খায়, তাহলে চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে যেতে পারে তাদের।
উলভারহ্যাম্পটনের বিপক্ষে এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে অবস্থান করছে ম্যানইউ। ৩৫ ম্যাচ শেষে তাদের পয়েন্ট এখন ৬৬। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। তারা এগিয়ে রয়েছে গোল ব্যবধানে। ৪০ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে উলভস।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের সেরা চারে থাকা চারটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। পঞ্চম স্থানে থাকা লিভারপুল বড় হুমকি ম্যানইউর জন্য। ৩৫ ম্যাচে লিভারপুলের পয়েন্ট ৬২।
ম্যাচের ৯ম মিনিটেই গোল পেতে পারতো ম্যানইউ। ব্রাজিলিয়ান উইঙ্গার অ্যন্টোনির শট পোস্টের বাইরে চলে যায়। যদিও এই গোল আটকাতে উলভসের ডিফেন্ডারদের ভূমিকা ছিল বেশি। ৩০তম মিনিটে পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে দুর্দান্ত এক হেড নেন অ্যান্টোনি। কিন্তু সেটাও জাল খুঁজে পায়নি।
অবশেষে ৩২তম মিনিটে এক কাউন্টার অ্যাটাকে বল পান অ্যন্টোনি। তিনি বল তৈরি করে দেন অ্যান্থোনি মার্শালকে। যিনি বলটি জড়িয়ে দেন ম্যানইউর জালে।
৬০ মিনিটের মাথায় আরও একবার গোলের সুযোগ পেয়েছিলেন অ্যন্টোনি। ব্রুনো ফার্নান্দেজ ব্যাকহিলে বল দেন তাকে। দারুণ সুযোগ পেয়েও বলটি তিনি পাঠিয়ে দেন পোস্টের বাইরে।
একের পর এক আক্রমণে গোল হচ্ছিল না। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে যেন ম্যাচ শেষ হতে যাচ্ছিলো। কিন্তু ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে গোল করেন আলেজান্দ্রো গারনাচো। ৯০+৪ মিনিটে গোলটি করেন তিনি।