এক মাসের মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ারের দাম প্রায় প্রায় দ্বিগুণ হয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ারের এ দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
বুধবার (১৭ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে- ওয়াইম্যাক্স ইলেকট্রোডসের শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
ডিএসই জানিয়েছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দাম বাড়ার কারণ জানাতে ডিএসই থেকে নোটিশ পাঠানো হয়। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে সম্প্রতি শেয়ারের যে অস্বাভাবিক দাম বেড়েছে এবং লেনদেন বেড়েছে তার জন্য কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৭ এপ্রিল কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ১৫ টাকা ৯০ পয়সা। সেখান থেকে বাড়তে বাড়তে ইতোমধ্যে কোম্পানিটির শেয়ারের দাম ২৩ টাকা ২০ পয়সা হয়েছে। এমন দাম বাড়ার পরিপ্রেক্ষিতে ডিএসই থেকে সতর্কবার্তা আসলো।
শেয়ারের এমন দাম বাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। তার আগে ২০২১ সালে কোনো লভ্যাংশ দেয়নি। আর ২০২০ সালে ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয়।
৬৭ কোটি ৮ লাখ টাকা পরিশোধিত মূলধনের এ কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৬ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৭৮১টি। এর মধ্যে ৩০ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩৮ দশমিক ৮৪ শতাংশ। আর ৩১ দশমিক ১৫ শতাংশ আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে।