বৃহস্পতিবার , ১৮ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

খালেদা জিয়ার দুই মামলার শুনানি ফের পিছিয়েছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ১৮, ২০২৩ ১২:৫৮ অপরাহ্ণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির দুই মামলার অভিযোগ (চার্জ) গঠনের ওপর শুনানি আবারও পিছিয়েছেন আদালত। একইসঙ্গে আগামী ৮ জুন মামলার অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করা হয়েছে। সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আসাদুজ্জামান নুর বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

মিথ্যা তথ্য দিয়ে ভুয়া জন্মদিন পালন এবং যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় এদিন খালেদা জিয়াকে আদালতে হাজির করার দিন ছিল। কিন্তু অসুস্থ খালেদা জিয়া চিকিৎসাধীন থাকায় আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার তার পক্ষে সময় চেয়ে আবেদন করেন। এরপর সময় মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন আদালত।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩০ আগস্ট ভুয়া জন্মদিন পালনের অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। এছাড়া চিহ্নিত স্বাধীনতা বিরোধীদের গাড়িতে জাতীয় পতাকা তুলে দিয়ে দেশের মানচিত্র এবং জাতীয় পতাকার মানহানি ঘটানোর অভিযোগে আরও একটি মানহানির মামলা করা হয়।

সর্বশেষ - সারাদেশ