প্রায় ১১ মাস পর উদ্ধার হয়েছে ফ্রি ফায়ার গেমসে আসক্ত হয়ে বাড়িছাড়া আরিফ হোসেন রিয়াদ (১৪)। বৃহস্পতিবার (১৮ মে) নারায়ণগঞ্জের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহযোগিতায় তাকে সিলেটের শ্রীমঙ্গল এলাকা থেকে উদ্ধার করা হয়।
গত বছরের ১০ নভেম্বর ওই কিশোরের মা বিউটি বেগম বাদী হয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুর রহমানের আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন।
আর এ মামলায় আসামি করা হয় প্রতিবেশী মো. শরীফ হোসেন (২২), তার বাবা হানিফ মিয়া (৬০) ও তার মা শাহিদা বেগমকে (৫০)। তারা নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা এলাকার বাসিন্দা ছিলেন।
এ বিষয়ে সিআইডির পুলিশ পরিদর্শক মো. এনামুল হক বলেন, দায়িত্ব পাওয়ার পরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার অবস্থান শনাক্ত করি। সেই সঙ্গে জানতে পারি শ্রীমঙ্গলের চা-বাগান এলাকায় একটি রেস্টুরেন্টে কাজ করছে ওই কিশোর। সে তার মা-বাবার সঙ্গে অভিমান করে বাড়ি থেকে চলে যায়। আমরা তার অবস্থান শনাক্ত করে উদ্ধার করে নিয়ে এসেছি।
মামলার বাদী বিউটি বেগম বলেন, দীর্ঘদিন পর আমি আমার ছেলেকে কাছে পেয়েছি। আমার ছেলে নিখোঁজ হওয়ার পর আদালতে মামলায় দায়ের করি। আদালত সিআইডিকে দায়িত্ব দেয়। সিআইডি আমাকে অনেক সহযোগিতা করেছে। আমার ছেলেকে তারা খুঁজে বের করে দিয়েছেন। তাদের প্রতি আমার কৃতজ্ঞতা।
তিনি আরও বলেন, আমার ছেলেটির বয়স কম হলেও শারীরিক গঠনে সে অন্যদের তুলনায় একটু বড় হয়ে গিয়েছে। ফ্রি ফায়ার গেমস খেলতে খেলতে সে অনেক ভাষায় কথা বলতে পারতো। আমার অবুঝ ছেলেটিকে ভুল বুঝিয়ে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল শরীফ। বাসায় থাকতে আমি গেম খেলতে দিতাম না। তারা আমার ছেলেকে দিয়ে টাকা আয় করাতে চেয়েছিল।