রবিবার , ২১ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

বাখমুত নিয়ে ‘কৌশলী’ জবাব জেলেনস্কির, পরে দিতে হলো ব্যাখ্যা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২১, ২০২৩ ১০:৫৮ পূর্বাহ্ণ

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত দখলের দাবি করেছে রাশিয়া। এ নিয়ে জাপান সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে আজ রোববার প্রশ্ন রেখেছিলেন সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, ‘আমি মনে করি না।’

একই সঙ্গে জেলেনস্কি বলেন, শহরটি তাঁদের হৃদয়ে থাকবে। এটা ট্র্যাজেডি। সেখানে কিছুই নেই। জেলেনস্কির এমন জবাবের পর রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাখমুত পতনের বিষয়টি ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন বলে প্রতীয়মান হয়।

পরে ইউক্রেনের প্রেসিডেন্টের বক্তব্যের একটা ব্যাখ্যা দেন তাঁর মুখপাত্র সের্গেই নিকিফোরভ। তিনি বলেন, রুশ বাহিনীর কাছে বাখমুত শহরের পতন হওয়ার বিষয়টি জেলেনস্কি নিশ্চিত করেননি।

বাখমুত দখলের দাবি ভাগনারপ্রধানের, অভিনন্দন পুতিনের

ভাগনারপ্রধান গতকাল শনিবার এক ভিডিও পোস্টে বাখমুত দখলের দাবি করেন

সের্গেই নিকিফোরভ তাঁর ফেসবুক পেজে লিখেছেন, সাংবাদিকের প্রশ্ন ছিল: রাশিয়া বলেছে, তারা বখমুত দখল করেছে। প্রেসিডেন্ট জেলেনস্কির জবাব ছিল, ‘আমি মনে করি না।’

ইউক্রেনীয় ভাষায় সের্গেই নিকিফোরভ বলেন, এভাবে প্রেসিডেন্ট (জেলেনস্কি) বাখমুত রাশিয়ার দখলে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

গতকাল শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত পুরোপুরি দখলের দাবি করে রাশিয়া। বিবিসির খবরে বলা হয়, বাখমুতে রাশিয়ার হয়ে কয়েক মাস ধরে লড়ে আসছে রুশ ভাড়াটে বাহিনী ভাগনার গ্রুপ।

ভাগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। এতে তিনি বাখমুত দখলের দাবি করেন।

ভাগনারের এমন দাবির পর গ্রুপটিকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সর্বশেষ - সারাদেশ