রবিবার , ২১ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মার্কিন নাগরিকদের সতর্কভাবে চলার পরামর্শ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২১, ২০২৩ ৫:২৮ অপরাহ্ণ

বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই সতর্কবার্তা দেওয়া হয়।

রোববার (২১ মে) ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া সতর্কবার্তা বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা পরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সমাবেশ এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে গেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের মাত্রা বাড়তে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের মনে রাখা উচিত যে, শান্তিপূর্ণ বিক্ষোভগুলো সহিংসতায় পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে নাগরিকদের বিক্ষোভ এড়াতে হবে এবং কোনো বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করে চলতে হবে।

সতর্কবার্তায় মার্কিন নাগরিকদের কিছু পরামর্শ মেনে চলার অনুরোধ করা হয়। এগুলো হলো- জনসমাগম এবং বিক্ষোভ এড়িয়ে চলা, আশপাশের বিষয়ে সচেতন থাকা, স্থানীয় সংবাদমাধ্যম নিয়মিত দেখা, জরুরি যোগাযোগের জন্য সবসময় চার্জ করা মোবাইল সঙ্গে রাখা।

সর্বশেষ - সারাদেশ