বুধবার , ২৪ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

পালালেন বর, ২০ কিলোমিটার ছুটোছুটির পর মণ্ডপে ফেরালেন কনে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৪, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ

আড়াই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নেন এক যুগল। সব আয়োজন সারা। বিয়ের পোশাক পরে মণ্ডপে অপেক্ষা করছেন কনে। কিন্তু বরের দেখা নেই। একপর্যায়ে কনে জানতে পারেন, বর আসার কোনো সম্ভাবনা নেই।

এমন অবস্থায় বিয়ের পোশাক পরে বরকে খুঁজতে কনে নিজেই বেরিয়ে পড়েন। ২০ কিলোমিটার ধরে ছুটোছুটির পর বরকে খুঁজে পান এবং তাঁকে মণ্ডপে ফিরিয়ে আনেন। সম্প্রতি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বারেলিতে ঘটেছে এমন ঘটনা।

কনে যখন বরকে ফোন দিলেন, তখন বর বলেছেন, তিনি বিয়ের অনুষ্ঠানের জন্য তাঁর মাকে আনতে গেছেন। তবে বরের কথাটি কনের বিশ্বাস হয়নি। তিনি বরকে খুঁজতে থাকেন।

পরে বারেলি শহরের সীমানার বাইরের একটি পুলিশ স্টেশনের কাছে বাসের ভেতর বরকে খুঁজে পাওয়া যায়। দুই ঘণ্টা ধরে আলাপ-আলোচনার পর কনে, তাঁর পরিবার এবং বরের পরিবার মিলে বরকে মন্দিরে নিয়ে যায়।

বরের পরিবার বিয়েতে সম্মতি জানায় এবং বারেলি শহরের বাইরের একটি মন্দিরে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানের ভিডিওতে দেখা গেছে, সাধারণ পোশাকে থাকা বর বিয়ের আনুষ্ঠানিকতাগুলো সারছেন আর পরিবারের সদস্যরা তা দেখছেন।

বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পরও ওই নারীকে বিয়ে না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় অনেকে ওই বরের সমালোচনা করছেন। আবার বরকে বিয়ের আসরে ফিরিয়ে আনায় কনের সাহসিকতারও প্রশংসা করছেন তাঁরা।

সর্বশেষ - সারাদেশ