বুধবার , ২৪ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর তাগিদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৪, ২০২৩ ৫:০৯ অপরাহ্ণ

জাতিসংঘের জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ প্রকল্পগুলোর বাস্তবায়ন সঠিক পথে আছে। তবে এসব প্রকল্প বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) যুক্ত করার তাগিদ দেওয়া হয়েছে।

বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে কান্ট্রি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যানের প্রথম অগ্রগতি বৈঠক অনুষ্ঠিত হয়।

রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রকল্প পরিচালকেরা অংশ নেন। ইআরডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএফপিএ বিভিন্ন জেলায় ১২টি প্রকল্প বাস্তবায়ন করছে। এসব প্রকল্পে গতি বৃদ্ধি এবং যথাসময়ে বাস্তবায়নে সব পক্ষ ঐকমত্য হয়েছে। বৈঠকে বলা হয়- মাতৃমৃত্যু, নারীর প্রতি সহিংসতা এবং বাল্যবিয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনতে কাজ করছে ইউএনএফপিএ।  ২০২২ সাল থেকে ২০২৬ সালের মধ্যে এই কান্ট্রি প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে।

বৈঠকে যৌথভাবে সভাপতিত্ব করেন ইআরডির উইং চিফ একেএম সোহেল এবং ইউএনএফপিএ’র কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্রিস্টিন ব্লোখুস।

 

সর্বশেষ - সারাদেশ