বুধবার , ২৪ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিরোপা জয়ের পর হেরেই চলছে বার্সেলোনা

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৪, ২০২৩ ৬:৫৩ পূর্বাহ্ণ

ভাগ্যিস, চারম্যাচ হাতে থাকতেই লা লিগার চ্যাম্পিয়নশিপ নিশ্চিত হয়েছিলো বার্সেলোনার। শিরোপা লড়াইয়ে যদি রিয়াল মাদ্রিদ বার্সার খুব কাছাকাছি থাকতো এবং শিরোপা নিষ্পত্তি হতো যদি একেবারে শেষ মুহূর্তে এসে, তাহলে এতদিনে রিয়ালই এগিয়ে যেতো, বার্সা পড়তো পিছিয়ে।

কারণ, এস্পানিওলকে হারিয়ে ২৭তম লা লিগা শিরোপা নিশ্চিত করার পর টানা দুই ম্যাচ হারলো জাভি হার্নান্দেজের শিষ্যরা। মঙ্গলবার রাতে রিয়াল ভায়াদোয়িদের মাঠে গিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা হেরে এসেছে ৩-১ গোলের ব্যবধানে।

এই পরাজয়ে বার্সেলোনার পয়েন্ট এবং অবস্থানে কোনো হেরফের হয়নি। আগের সেই ৮৫ পয়েন্ট নিয়েই রয়েছে তারা। তবে জয়ে লাভ হয়েছে রিয়াল ভায়াদোয়িদের। লা লিগায় টিকে থাকার লড়াই করতে হচ্ছে তাদের। বার্সাকে হারিয়ে আপাতত রেলিগেশন জোন থেকে একটু উপরে উঠে এলো তারা।

৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে একধাপ উপরে উঠলো ভায়াদোয়িদ। এখন তারা রয়েছে ১৭ নম্বরে। রেলিগেশন থেকে মুক্তি পেতে আরও দুটি ম্যাচে মাঠে নামতে হবে তাদেরকে। ব্রাজিলিয়ান সাবেক তারকা রোনালদোর ক্লাবটি শেষ দুই ম্যাচে মুখোমুখি হবে আলমেরিয়া এবং গেটাফের। গেটাফেও রয়েছে রেলিগেশনের খাঁড়ায়।

এস্পানিওলকে হারিয়ে শিরোপা নিশ্চিত করার পর রিয়াল সোসিয়েদাদের কাছেও তারা হেরেছিলো ২-১ গোলের ব্যবধানে। এবার হারলো রিয়াল ভায়াদোয়িদের কাছে।

২৭তম লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা ম্যাচের শুরুতেই আত্মঘাতি গোলে পিছিয়ে পড়ে। ম্যাচ শুরু হতে না হতেই ভায়াদোয়িদের একটি আক্রমণ ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন আন্দ্রেস ক্রিস্টেনসেন।

ম্যাচের ২২তম মিনিটে আবারও পিছিয়ে পড়ে বার্সা। এবার এরিক গার্সিয়ার কল্যাণে পেনাল্টি পায় ভায়াদোয়িদ। স্পট কিক নেন সাইল লারিন। ম্যাচের ৭৩তম মিনিটে ৩-০ করে ফেলে ভায়াদোয়িদ। এবার গঞ্জালো প্লাতার দুর্দান্ত এক শটে বল জড়িয়ে যায় বার্সার জালে। যদিও ভিএআর চেক করতে হয়েছিলো অফসাইড হয়েছে কি না তা দেখার জন্য। তাতে গোল ঠেকানো যায়নি।

৮৪তম মিনিটে এসে একটি স্বান্তনার গোল পায় রবার্ট লেওয়ানডস্কি। শিরোপা জয়ের পর এমন হারে খুব হতাশ বার্সার ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। তিনি বলেন, ‘এটা কোনোভাবেই হতে পারে না। আজ রাতে আমাদের অনেক ঘাটতি ধরা পড়েছে। আমাদের নিজেদের খেলার ধরনটাই অনুপস্থিত ছিল। আমাদেরকে অবশ্যই এসব পরিবর্তন করতে হবে।’

সর্বশেষ - সারাদেশ