শনিবার , ২৭ মে ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কুড়িগ্রামে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৭, ২০২৩ ৬:০৪ পূর্বাহ্ণ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে শামছুল হক (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামে থেকে তাকে আটক করা হয়।

ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্বামী মারা যাওয়ার পর বাকপ্রতিবন্ধী ওই তরুণীকে নিয়ে নিজের বাড়িতে থাকতেন তার মা। শুক্রবার (২৬ মে) সকালে নিজের বোন মারা গেলে ওই তরুণীকে বাড়িতে রেখে যান তিনি।

এ সুযোগে প্রতিবেশী শামছুল হক ঘরের দরজা বন্ধ করে তাকে ধর্ষণ করেন। পাশের বাড়ির এক নারী ঘরের মধ্যে গোঙানির শব্দ পেয়ে আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে আপত্তিকর অবস্থায় আটক করেন। পরে পুলিশকে খবর দিলে সন্ধ্যায় তাকে আটক করে থানায় নিয়ে যান।

তিলাই ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, ওই বৃদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ