বেশি ভাড়া চাওয়া নিয়ে তর্কের জেরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে লেগুনা চালকের মারধরের ঘটনায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এ ঘটনায় শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাটের সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ থাকে। ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
শুক্রবার রাত ৯টার দিকে প্রতিদিনের মতো ক্যাম্পাস থেকে বের হয়ে মিঠাপুকুরের জায়গীরে বাড়ি যাওয়ার জন্য মডার্ন মোড়ে লেগুনায় ওঠেন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আল আমিন।
এসময় তার কাছ থেকে ভাড়া ৫০ টাকা দাবি করলে এর প্রতিবাদ জানিয়ে নির্ধারিত ভাড়া ২০ টাকা দিতে চায় আল-আমিন। এনিয়ে তর্ক বাঁধলে লেগুনার চালক সজিব ও হেলপার শাওন ওই শিক্ষার্থীকে চেইন দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।
এই খবর পেয়ে তার কয়েক বন্ধু সেখানে প্রতিবাদ করতে গেলে তাদেরও চেইন দিয়ে পিটায় সজিব-শাওনের নেতৃত্বে অন্যান্য লেগুনা চালক ও হেলপাররা। খবর পেয়ে শত শত শিক্ষার্থী জড়ো হন মডার্ন মোড়ে। এর মধ্যে শিক্ষার্থীরা আহত অবস্থায় ৫ সহপাঠিকে চিকিৎসার জন্য নিয়ে যায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এ ঘটনায় আহত ৫ শিক্ষার্থী হলেন-বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী (১৪ ব্যাচ) আশিক মন্ডল, আলামিন, নয়ন, ফয়সাল ও নাহিদ। আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান শেখ মাজেদুল হক বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। আমার শিক্ষার্থীরা আহত হোক এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি চাই না। অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বলেন, আহতদের চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। তারা বর্তমানে সুস্থ রয়েছে। এঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে তাজহাট মেট্রোপলিটন থানার ওসি হোসেন আলী জানিয়েছেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।