সোমবার , ২৯ মে ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

আকাশ সেনের গানে তৃষ্ণা-হান্নান শাহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
মে ২৯, ২০২৩ ৬:৪৮ পূর্বাহ্ণ

এ প্রজন্মের তারকা হান্নান শাহ্ – এস কে তৃষ্ণা । নিয়মিত তারা মিউজিক ভিডিওতে কাজ করছেন । সম্প্রতি তারা মডেল হয়েছেন ‘তোমারই পাড়ায়’ শিরোনামের গানে। গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রবিন ইসলাম। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী আকাশ সেন। গানটিন কোরিওগ্রাফি করেছেন মাইকেল বাবু। ভিডিও নির্মাণ করেছেন নির্মাতা কে এ নিলয়।

গানটি প্রসঙ্গে মডেল হান্নান শাহ বলেন, গানটির দৃশ্যায়ন হয়েছে চমৎকার লোকেশনে । গানটি যেমন সুন্দর তেমনি এর দৃশ্যায়নে আমাকে দেখা যাবে ভিন্ন লুকে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।

মডেল ও অভিনেত্রী এস কে তৃষ্ণা বলেন, নির্মাতা নিলয় ভাই ও মডেল হান্নান শাহ সাথে প্রথম কাজ। দুজনের কাজের রসায়নটা দারুণ ছিলো।আশা করছি দর্শক ভিডিওটি ভালো ভাবে নিবে।

jagonews24

নির্মাতা নিলয় বলেন, অনেক যত্ন সহকারে গানটি করা হয়েছে। আমরা চেষ্টা করেছি ভালোভাবে কাজ করার। আশা করছি, গান-ভিডিও সবার ভালো লাগবে।

নির্মাতা জানান, বৃহস্পতিবার ( ১ লা জুন ) এইচ এস মাল্টিমাডিয়া ইউটিউব চ্যানেলে ‘তোমারই পাড়ায়’ গানটি মুক্তি পাবে।

সর্বশেষ - সারাদেশ