বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিডিয়া সেলের অন্যতম সদস্য প্রফেসার ড. মোর্শেদ খাঁন বলেছেন, আওয়ামী লীগ সরকারের দিন শেষ। তাদের সঙ্গে আর পুলিশ থাকবে না। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ উত্তরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে উত্তরা থানা বিএনপি আয়োজিত দুস্থদের মাঝে খাদ্য বিতরণ সভায় তিনি এসব কথা বলেন।
উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ আলমের সভাপতিত্বে ও থানার যুগ্ম-আহ্বায়ক এম এ মনির হাসান ভূইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য আব্দুস সালাম সরকার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান এবং সাংবাদিক এস.এম রিয়েল রোমান।
সরকারের সমালোচনা করে মোর্শেদ খাঁন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, চলমান আন্দোলন সংগ্রামে সকলকে সংগঠিত হয়ে গণতন্ত্র উদ্ধারে ও গণতন্ত্রের জননি দেশনেত্রী খালেদা জিয়াকে খুব শিগগিরই মুক্ত করে আনবো ইনশাআল্লাহ্।