মানিকগঞ্জের সিংগাইরে ডাক্তারের ভুল চিকিৎসায় আমিনুর রহমান টিপু নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ তুলে হাসপাতাল ভাংচুর করেছেন উত্তেজিত জনতা। সোমবার রাত ৯টার দিকে উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনুর রহমান টিপু (৩৫) ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয়রা জানান, সোমবার সকাল থেকে চারিগ্রাম চৌরাস্তায় তালের শাঁস বিক্রি করছিল টিপু। রাত সাড়ে ৮টার দিকে বুকে ব্যথা হলে পাশেই চারিগ্রাম জেনারেল হাসপাতালে যান। ওই হাসপাতালের ডাক্তার আবুল কালাম আজাদ পরীক্ষা নিরীক্ষা শেষে গ্যাসের ইনজেকশন পুশ করেন। এরপরই টিপুর মৃত্যু হয়। রোগীর স্বজনদের কিছু বুঝে উঠার আগেই ঢামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। স্বজনরা দ্রুত সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সুযোগে ওই হাসপাতালের মালিকপক্ষসহ ডাক্তার, নার্স তালা দিয়ে দ্রুত পালিয়ে যান।
হাসপাতাল তালাবদ্ধ থাকায় কর্তৃপক্ষের কারো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এদিকে টিপুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১০টার দিকে উত্তেজিত জনতা হাসপাতালে ভাংচুর চালায়। খবর পেয়ে রাত ১১টার দিকে সিংগাইর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ ঘটনায় অভিযোগ দেওয়া হয়েছে। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।