বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক থেকে পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন ৩০ জন পুলিশ কর্মকর্তা।
বুধবার (৩১ মে) তাদের এ পদোন্নতি দিয়ে পুলিশ সদরদপ্তরের এআইজি (আরঅ্যান্ডসিপি-২) শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১৭ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে। এছাড়া সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে ১১ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে দুজনকে পদোন্নতি দেওয়া হয়েছে।