শুক্রবার , ২ জুন ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২, ২০২৩ ৫:৩৬ পূর্বাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কলোরাডোতে ইউএস এয়ার ফোর্স অ্যাকাডেমির সমাবর্তন অনুষ্ঠানের মঞ্চে হোঁচট খেয়ে পড়ে গেছেন। সেখানে এক গ্র্যাজুয়েটের সঙ্গে হাত মিলিয়ে নিজ আসনে ফিরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। এসময় তাকে নিরাপত্তা কর্মীরা উঠে দাঁড়াতে সাহায্য করেন। খবর বিবিসির।

জানা গেছে, ৯২১ গ্রাজুয়েট ক্যাডেটদের প্রত্যেকের সঙ্গে করমর্দন করতে প্রায় দেড় ঘণ্টা দাঁড়িয়ে ছিলেন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের যোগাযোগ পরিচালক জানিয়েছেন, বাইডেন সম্পূর্ণ সুস্থ আছেন।

বাইডেনের বর্তমান বয়স ৮০ বছর। তিনি হচ্ছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার বেন লাবোল্ট এক টুইটবার্তায় জানিয়েছেন, তিনি যেখানে দাঁড়িয়ে ছিলেন তার পেছনেই একটি স্যান্ডব্যাগ রাখা ছিল।

এদিকে সন্ধ্যায় হোয়াইট হাউজে ফিরে প্রেসিডেন্ট মজা করে বলেন, আমি স্যান্ডব্যাগে আটকা পড়েছিলাম।

এর আগে হোয়াইট হাউজের প্রেস পুল রিপোর্টে বলা হয়, বাইডেন মঞ্চে থেকে সরে যাওয়ার সময় একটি কালো স্যান্ডব্যাগের সঙ্গে ধাক্কা খান।

অন্যদিকে মার্কিন সিনেটেও পাস হলো ঋণের সর্বোচ্চ সীমা বাড়ানোর বিল। এর আগে কংগ্রেসের হাউজ অব রিপ্রেজেন্টেটিভে বিলটি পাস হয়। এর মাধ্যমে ঋণখেলাপির হাত থেকে বাঁচলো মার্কিন সরকার।

জানা গেছে, দুই কক্ষেই বিলটি পাস হওয়ায় এটি এখন মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো হবে। তার সইয়ের পর এটি আইনে পরিণত হবে।

সর্বশেষ - সারাদেশ