রাজধানীর ভাটারা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার ওই ব্যক্তির নাম সালমান শাহ (২৪)। তার বাড়ি নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায়।
শনিবার (৩ জুন) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, রাজধানীর ভাটারা এলাকা থেকে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানায় ধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি সালমান শাহকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়।
তিনি জানান, সালমানের বিরুদ্ধে গত বছরের ১৭ ডিসেম্বর করা একটি ধর্ষণ মামলা রয়েছে। মামলার পর থেকে পলাতক সালমান। নেত্রকোনা, ময়মনসিংহ এবং রাজধানীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।
সালমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।