বুধবার , ৭ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাকাসহ ৬ শহরে ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পরিবর্তন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ৭, ২০২৩ ৬:৪৬ পূর্বাহ্ণ

রাজধানী ঢাকাসহ দেশের ছয়টি বড় শহরে ঘোষিত ‘তারুণ্যের সমাবেশ’ কর্মসূচির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। বিএনপির চলমান আন্দোলনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে দলটির তিন অঙ্গ-সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল যৌথভাবে এ কর্মসূচির ঘোষণা দিয়েছিল।

তবে এ কর্মসূচির একই দিনে এবং একই স্থানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচি ঘোষণা করায় তারিখ পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (৭ জুন) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন, গত এক যুগ তরুণরা ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকাসহ ৬ বিভাগ ও বগুড়া জেলায় সমাবেশ কর্মসূচি ঘোষণা দেওয়া হয় ২ জুন। এর দুদিন পর গত ৪ জুন যুবলীগ একই স্থানে একই সময়ে কর্মসূচির ডাক দিয়েছে।

jagonews24

তিনি বলেন, জিয়ার সৈনিকেরা সংঘাত চায় না, এ কারণে নতুন করে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আশা করি যুবলীগ তাদের কর্মসূচি পরিবর্তন করবে না এবং তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা আর কর্মসূচি পেছাবো না।

পুনর্নির্ধারিত তারিখ, সময় ও স্থান:
আগামী ১৪ জুন চট্টগ্রাম, ১৯ জুন বগুড়া, ২৪ জুন বরিশাল, ৯ জুলাই সিলেট, ১৭ জুলাই খুলনা এবং ২২ জুলাই ঢাকায় ‘তারুণ্যের সমাবেশ’ করবে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আগের সময়সূচি অনুযায়ী, আগামী ১০ বা ১১ জুন চট্টগ্রামে, ১৭ জুন বগুড়া (রাজশাহী ও রংপুর বিভাগ মিলে), ৭ জুলাই খুলনা, ১৫ জুলাই বরিশাল, ২২ জুলাই সিলেট এবং ২৯ জুলাই ঢাকায় এ ‘তারুণ্যের সমাবেশ’ সমাবেশ করার কথা ছিল।

সর্বশেষ - সারাদেশ