বুধবার , ৭ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ভার্জিনিয়ায় স্কুলের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা, নিহত ২

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ৭, ২০২৩ ১০:০৫ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে গতকাল মঙ্গলবার বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৯ বছর বয়সী এক সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

ভার্জিনিয়ার রিচমন্ডে কমনওয়েলথ ইউনিভার্সিটির এটরিয়া থিয়েটারে একটি হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা হল থেকে বের হচ্ছিলেন। তখনই গুলি চালানো হয়।

ভার্জিনিয়ায় শিক্ষককে ছয় বছর বয়সী শিক্ষার্থীর গুলি, তত্ত্বাবধায়ক বরখাস্ত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ এলাকার রিচনেক এলিমেন্টারি স্কুলে ৬ জানুয়ারি গুলির ঘটনা ঘটে

এ ঘটনায় ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী ও তাঁর বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। তবে তাঁদের নাম জানায়নি পুলিশ।

রিচমন্ডের পুলিশ প্রধান বলেছেন, সন্দেহভাজন হামলাকারী হিসেবে যে তরুণকে আটক করা হয়েছে, তিনি নিহত ব্যক্তিদের অন্তত একজনকে চিনতেন।

রিচমন্ড পাবলিক স্কুলের সুপার জেসন কামরাস বলেন, এদিন ছাত্র–ছাত্রীদের কাছে সবচেয়ে আনন্দের দিন। সেদিন তাঁরা ডিপ্লোমা পান। আনন্দ করে বাড়ি ফেরেন। সেই দিনেই এই ঘটনা ঘটল।

জেসন কামরাস আরও বলেন, ‘আর কিছু বলার অবস্থায় আমি নেই। শুধু এই আবেদন করব, এই গুলির ঘটনা এবার বন্ধ হোক। আমাদের বাচ্চারা যেন এভাবে মারা না যায়।’

রিচমন্ডের পুলিশ প্রধান বলেছেন, ঘটনাস্থলে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা সংকটজনক। অন্যদের অবস্থা শঙ্কামুক্ত।

সর্বশেষ - সারাদেশ