বৃথা গেলো গ্রিসের চেষ্টা। অনেকটা সময় ১০ জন নিয়ে খেলা দলটি ফ্রান্সকে বেশ কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল। কিন্তু ফরাসিদের জয়রথ আটকাতে পারেনি। ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে দিদিয়ে দেশমের দল।
গ্রিসের জমাট রক্ষণ ভেঙে জয় পেতে রীতিমত ঘাম ঝরেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের। প্যারিসে সোমবার রাতে ‘বি’ গ্রুপের ম্যাচটি তারা কোনোমতে জিতেছে ১-০ গোলে।
ম্যাচের ৫৫ মিনিটে একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপে। সেটাও পেনাল্টি থেকে। যে পেনাল্টি আবার শুরতে মিস করে বসেছিলেন পিএসজির তারকা ফরোয়ার্ড। তবে দ্বিতীয়বারের চেষ্টায় বল জালে জড়ান তিনি।
গ্রিস তাদের এক ডিফেন্ডারের বোকামির দণ্ড দিয়েছে। বক্সে হেড নিতে যাওয়া অঁতোয়া গ্রিজম্যানের মাথায় বুট দিয়ে আঘাত করে বসেছিলেন কনস্টান্টিনোস মাভ্রোপানোস। তাকে হলুদ কার্ড দেখানোর পর ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি।
স্পট-কিকে শুরুতে এমবাপের শট ঠেকিয়ে দেন গোলরক্ষক, কিন্তু আগেই তিনি লাইন থেকে বেরিয়ে আসায় আবার সুযোগ পায় ফ্রান্স, এবার আর ভুল করেননি ফরাসি অধিনায়ক।
৬৯তম মিনিটে আরেকটি বড় ধাক্কা খায় গ্রিস। বক্সের মাথায় কোলো মুয়ানিকে ফাউল করে লাল কার্ড দেখেন সেই মাভ্রোপানোস। তবে ১০ জনের দল পেয়ে বাকি সময়ে একের পর এক আক্রমণ করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি ফ্রান্স।
গ্রুপের আরেক ম্যাচে জিব্রাল্টারকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তিনে আছে রিপাবলিক অব আয়ারল্যান্ড।