নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, ডাক্তারদের রোগী সেবাদানে আন্তরিক হতে হবে। ওষুধের চেয়ে রোগীরা ডাক্তারের আচরণে অনেকটা সুস্থ বোধ করেন। সরকারি হাসপাতালে যারা আসেন তারা অধিকাংশই গরিব রোগী। তাই তাদের চিকিৎসা সেবাদানে ডাক্তারদের আন্তরিক হতে হবে। রোগী সেবার নামে বাণিজ্য নয়। একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা যায়। মানুষ ডাক্তারদের ওপর অনেক আস্থা রাখেন।
মঙ্গলবার দুপুরে ৫০ শয্যাবিশিষ্ট বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ রশিদ, সহকারী কমিশনার (ভূমি) মণিষা রানী কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, কাউন্সিলর আফজাল হোসেন, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালাম, মহিলা লীগ নেত্রী ইসরাত জাহান স্মৃতি প্রমুখ।