শুক্রবার , ২৩ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ঢাবির কার্জন হলের পাশে গাছে ঝুলে ছিল যুবকের মরদেহ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২৩, ২০২৩ ৬:০৪ পূর্বাহ্ণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে মো. রুবেল (৩৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ জুন) ভোরের দিকে এ ঘটনা ঘটে।

স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বাবা-মায়ের মৃত্যুতে অনেকটা নিঃসঙ্গতা ও মানসিক বিপর্যয় থেকেই ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রাশেদ জাগো নিউজকে জানিয়েছেন, আমরা খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল সংলগ্ন একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি পরীক্ষা শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, বাবা-মায়ের মৃত্যুর কারণে ওই যুবক মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে বেশিরভাগ সময় নেশাগ্রস্ত থাকতো। আত্মীয়-স্বজন তার খোঁজখবর নিতো না। এসব কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যদের ধারণা। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত যুবকের গ্রামের বাড়ি কুমিল্লায়। তার বাবা মৃত রঙ্গিলা। বর্তমানে ওই যুবক অনেকটা ভবঘুরে প্রকৃতির ছিলেন।

সর্বশেষ - সারাদেশ