শ্রীলঙ্কার তো বটেই, ওয়ানডে ইতিহাসের প্রথম স্পিনার হিসেবে অনন্য কীর্তি গড়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আর সব ধরনের বোলার হিসেবে ধরলে এই রেকর্ডে তার সঙ্গে আছেন কেবল একজন।
কী সেই রেকর্ড? ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট শিকারের বিরল কীর্তি। রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দুর্দান্ত এই মাইলফলক ছুঁয়েছেন হাসারাঙ্গা। শ্রীলঙ্কার বড় জয়ের ম্যাচে ৭৯ রান খরচ করলেও ৫টি উইকেট শিকার করেন এই লেগস্পিনার।
এর আগের দুই ম্যাচে ১৩ রানে ৫টি (ওমানের বিপক্ষে) আর ২৪ রানে ৬টি (সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে) উইকেট নিয়েছিলেন হাসারাঙ্গা। ফলে টানা তিন ম্যাচে তার হয়ে গেছে পাঁচ বা তার বেশি উইকেট।
হাসারাঙ্গার আগে প্রথম এমন কীর্তি গড়েছিলেন ওয়াকার ইউনুস। ১৯৯০ সালে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরপর তিন ম্যাচে ৫ উইকেট করে নিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার। ওয়াকারের তিন ম্যাচের ফিগার ছিল এমন-৫/১১, ৫/১৬, ৫/৫২।
অনন্য এই রেকর্ড গত ৩৩ বছর ভাঙতে পারেননি আর কেউই। অবশেষে হাসারাঙ্গা ভাগ বসালেন এই রেকর্ডে। ওয়ানডে ইতিহাসের প্রথম স্পিনার এবং দ্বিতীয় বোলার হিসেবে এখন টানা তিন ম্যাচে ৫ উইকেটের মালিক হাসারাঙ্গা।