সোমবার , ২৬ জুন ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘শুদ্ধাচার পুরস্কার’ পেলেন মাউশির ডিজিসহ চারজন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুন ২৬, ২০২৩ ১০:১৮ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদসহ চারজন ‘শুদ্ধাচার পুরস্কার’ পেয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে থেকে চারজন এই পুরস্কার পেলেন। তাঁরা ২০২২-২৩ অর্থবছরের জন্য এই পুরস্কার পেয়েছেন।

মাউশির মহাপরিচালক নেহাল আহমেদ এই পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থার প্রধান হিসেবে।

এ ছাড়া গ্রেড দ্বিতীয় থেকে নবম গ্রেডের কর্মকর্তাদের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (বাজেট শাখা) মো. নূর-ই-আলম।

১০তম গ্রেড থেকে ১৬তম গ্রেডের মধ্যে থেকে পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উন্নয়ন অনুবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ রবাইয়ত হোসাইন।

১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডের মধ্যে থেকে এই পুরস্কার পেয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বার্ষিক কর্মসম্পাদন, সেবা উন্নয়ন ও উদ্ভাবন শাখার অফিস সহায়ক আকলিমা খাতুন।

নীতিমালা অনুযায়ী, শুদ্ধাচার পুরস্কার পাওয়া কর্মকর্তা-কর্মচারীরা এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ পাবেন।

সর্বশেষ - সারাদেশ