রবিবার , ২ জুলাই ২০২৩ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দৌলতদিয়ায় চাপ নেই, ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন মানুষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২, ২০২৩ ৭:০০ পূর্বাহ্ণ

ঈদের ছুটি শেষে রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট দিয়ে কর্মস্থলে ফিরছেন মানুষ। তবে এবার কোন ভোগান্তি ছাড়াই পদ্মা পাড় হতে পারছেন যাত্রীরা।

রোববার (২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাটে এমন চিত্র দেখা যায়।

ঈদের চতুর্থ দিনেও দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ না থাকায় স্বস্তিতে গন্তব্যে যাচ্ছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। অপেক্ষা না করেই ফেরির দেখা পাচ্ছে যানবাহনগুলো।

অন্যদিকে দৌলতদিয়া ঘাট কর্তৃপক্ষ বলছেন, আজ ঈদের চতুর্থ দিন হলেও আশানুরূপ যাত্রী-যানবাহন নেই। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়তে পারে। বর্তমানে এ রুটে ছোট বড় ১৭টি ফেরি ও ২১টি লঞ্চ চলাচল করছে। যানবাহনের সংখ্যা কম থাকায় কিছু ফেরি বসে আছে।

দৌলতদিয়ায় চাপ নেই, ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরছেন মানুষ

যাত্রীরা বলেন, তাদের অনেকের আজ থেকেই অফিস খোলা। যে কারণে ঢাকায় ফিরছেন। তবে ঈদের আগে আসার সময় যতটুকু চাপ ছিল, এখন তা নেই। ভালোভাবে কোন ভোগান্তি ছাড়াই ঘাট পর্যন্ত এসেছেন। এমনকি ঘাটেও কোনো সিরিয়াল নেই। এসেই লঞ্চ বা ফেরি পাচ্ছেন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঈদ পরবর্তী চাপ বলতে যা বোঝায়, সে অনুযায়ী আজ ঈদের চতুর্থ দিনেও কোনো চাপ নেই। যানবাহনগুলো সরাসরি এসে ফেরিতে উঠছে। পায়ে হাটা যাত্রীদের চাপও তেমন নাই। বহরে ১৭টি ফেরি থাকলেও যানবাহনের সংখ্যা কম থাকায় ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করছেন।

সর্বশেষ - সারাদেশ