রবিবার , ২ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

নিজ উদ্যোগে তৈরি ৪৫তম ব্রিজ উদ্বোধন করলেন ব্যারিস্টার সুমন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২, ২০২৩ ৭:০৩ পূর্বাহ্ণ

নিজ উদ্যোগে তৈরি ৪৫তম ব্রিজের উদ্বোধন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মরণে ব্রিজটি নির্মাণ করেন ব্যারিস্টার সুমন।

বৃহস্পতিবার (২৯ জুন) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ১ নম্বর গাজীপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে কোনাগাঁও এলাকায় এ ব্রিজ উদ্বোধন করেন তিনি। ব্রিজটি উৎসর্গ করা হয়েছে হযরত শাহজালাল (রহ.) এর নামে। ব্রিজের ফলে প্রায় ১০ হাজার মানুষের দীর্ঘদিনের কষ্ট দূর হবে।

উদ্বোধনের সময় ব্যারিস্টার সুমন লাইভে বলেন, এটি আমার ৪৫তম ব্রিজ। এর আগে কাঠের ব্রিজ করেছিলাম। এখন সেটি পাকা করেছি।

লাইভে আসার কারণ হিসেবে তিনি বলেন, আমি দেশের তরুণদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তরুণদের বলবো দেশের মানুষের জন্য কাজ করতে হলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন মানসিকতার।

এমপি-মন্ত্রী না হয়েও মানুষের কল্যাণে কাজ করা সম্ভব। মানুষই হচ্ছে কল্যাণের মুখ্যবিষয়। তাতে এমপি-মন্ত্রী হওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, এ ছোট ব্রিজ উদ্বোধন করে আমি অনেক আনন্দিত। এ ব্রিজের মাধ্যমে বহু মানুষের উপকার হবে।

এর আগে এখানে বাঁশের সাঁকো ছিল। একদিন একজন এনজিওকর্মী সাঁকো থেকে পানিতে পড়ে যায়। এ ঘটনার পর সেখানে ব্রিজ করার অঙ্গীকার করেন ব্যারিস্টার সুমন।

তিনি বলেন, কথা দিয়েছি একশত ব্রিজ বানাবো। আপনাদের দোয়া আর সহযোগিতা নিয়েই সুনামগঞ্জের মানুষের জন্য ও আমার এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বানাতে চাই। সোনার বাংলা জন্য ভালো লোকের দরকার। এ সময় তিনি উপস্থিত স্থানীয় রায়হান, রবিন ও একজন মেম্বারকে লাইভে পরিচয় করিয়ে দেন।

ঈদের দিন বিকেলে ব্রিজটি উদ্বোধনের আগে লাইভে ব্যারিস্টার সুমন বলেন, কোরবানির ঈদ শেষে এসেছি। আজ কোনাগাঁও একটি ব্রিজ উদ্বোধন করবো। এটি আমার ৪৫তম ব্রিজ। সিলেট যার নামে সর্বাধিক পরিচিত উনি হলেন, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত সুফি সাধক হযরত শাহজালাল (রহ.)। ব্রিজটি তার নামে করছি।

তিনি আরও বলেন, আমি যদি এমপি-মন্ত্রী হই তাহলে তো ব্রিজের কাজ করবোই। এমপি-মন্ত্রী যদি নাও হতে পারি, তারপরেও আপনাদের সঙ্গে আছি।

তিনি বলেন, কথা দিয়েছি পৃথিবীতে যদি আর পাঁচ বছর বেঁচে থাকতে পারি তাহলে একশত ব্রিজ বানাবো। আপনাদের দোয়া আর সহযোগিতা নিয়েই সুনামগঞ্জের মানুষের জন্য ও ঠিক একইভাবে আমার এলাকার মানুষের জন্য কাজ করতে চাই। আমি বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা বানাতে চাই। সোনার বাংলা বানাতে দরকার, ভালো লোকের দরকার।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত