রবিবার , ২ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৬০ বছর ধরে ঘুমান না ভিয়েতনামি নাক থাই এনগক

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ২, ২০২৩ ২:২৩ অপরাহ্ণ

এক-দুই বছর নয়, পুরো ৬০ বছর ঘুমাননি ৮০ বছর বয়সি ভিয়েতনামি নাক থাই এনগক। তার দাবি, ৬০ বছরে একবারের জন্যও ঘুমাননি। তার পরিবার ও প্রতিবেশীরা তাকে কখনই ঘুমাতে দেখেনি।

টাইমসনাউনিউজ জানিয়েছে, ছোটবেলায় এনগকের একবার ভয়াবহ জ্বর হয়েছিল। আর এরপর থেকে কিছুতেই দু’চোখের পাতা এক করতে পারেন না এই ব্যক্তি।

১৯৬২ সাল থেকে তিনি এরকম না ঘুমিয়েই আছেন। এ জন্য প্রচুর চিকিৎসক দেখিয়েছেন তিনি। অনেক রকম টেস্টও হয়েছে। কিন্তু কোথাও কিছু ধরা পড়েনি। একটানা ইনসমনিয়ার সমস্যায় ভুগছেন থাই এনগক।

এ ব্যাপারে থাই জানান, সারাদিন গ্রিন টি আর রাইস ওয়াইন খেয়ে থাকেন তিনি। আর এটাই তাকে শক্তি দেয়।

ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের সময় হাত হারিয়েছিলেন তিনি। ১৯৫৫ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ওই যুদ্ধে ভিয়েতনামের কাছে পরাজিত হয়েছিল যুক্তরাষ্ট্র। তবে যুদ্ধের যে ভয়াবহতার মধ্যদিয়ে থাই গিয়েছিলেন, সেই ট্রমা থেকে তিনি আর বের হতে পারেননি। আর এ কারণেই তিনি ঘুমাচ্ছেন না বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - সারাদেশ