মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

‘দোস্তজী’ নির্মাতা প্রসূন-চঞ্চল এক ফ্রেমে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৪, ২০২৩ ১:৩১ অপরাহ্ণ

ওপার বাংলায়ও চঞ্চল চৌধুরী বেশ জনপ্রিয়। তার অভিনীত ‘হাওয়া’ সিনেমা দুই বাংলায়ই আলোড়ন তুলেছিল। অন্যদিকে ২০২২ সালে কলকাতায় মুক্তি পায় প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত সিনেমা ‘দোস্তজী’। নবীন পরিচালকের এ সিনেমা তুমুল হইচই ফেলে দর্শক মহলে।

ভারতের গণ্ডি পেরিয়ে দুই শিশুর অখণ্ড বন্ধুত্বের গল্প চোখে জল আনে বিদেশি দর্শকেরও। এবার এ দুই শিল্পীকে দেখা গেলো এক ফ্রেমে। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন পরিচালক। সেই থেকে শুরু জল্পনা। তাহলে কি এবার একসঙ্গে কাজ করবেন তারা? যদিও পোস্টে বিশেষ কোনো তথ্য শেয়ার করেননি প্রসূন।

নিউ ইয়র্কের ম্যানহাটনে রয়েছেন চঞ্চল চৌধুরী, অন্যদিকে ব্রুকলিনে প্রসূন। কিন্তু একই দেশে যখন রয়েছেন দেখা তো করতেই হয়। ইনস্টাগ্রামে জল্পনা উসকে পরিচালক ছবি পোস্ট করে লেখেন, ‘এবার তাহলে এক নতুন পদ রান্না করা যাক!’ তাহলে কি পরিচালকের ‘নতুন পদে’ দেখা যাবে তারকা অভিনেতাকে?

এ প্রসঙ্গে প্রসূন চট্টোপাধ্যায় ভারতীয় গণমাধ্যমকে বলেন, ‘এখনই নিশ্চিতভাবে কিছু বলছি না। তবে চঞ্চল দা আমার খুবই প্রিয় অভিনেতা। দেখা যাক কী হয়।’

আপাতত ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’-এর কারণে নিউ ইয়র্কে রয়েছেন প্রসূন। তার প্রথম সিনেমা সাড়া ফেলেছে দর্শক মহলে। এ সিনেমা দেশের পাশাপাশি মুক্তি পেয়েছে দেশের বাইরেও। এ সিনেমা থেকে ব্যাপক ইতিবাচক মন্তব্য মিলেছে। ফলে তারপরের কাজের ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শক। যদিও প্রথম সিনেমা নিয়েই দেশ-বিদেশ ঘুরতে গিয়ে আগামী সিনেমার কাজ শুরুর সময় পাচ্ছেন না বলে দাবি পরিচালকের।

পরিচালক বলেন, ‘আগামী তিন চার মাসের মধ্যে ওটিটিতে ছবিটাকে নিয়ে আসতে পারব বলে আশা রাখছি।’ পরিচালক জানাচ্ছেন বিদেশ থেকে ফিরে শুরু করবেন নতুন সিনেমার রিসার্চ, যদিও সে সিনেমার বিষয়বস্তু কী তা এখনো জানা যায়নি।

সর্বশেষ - সারাদেশ