মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

৩৭ দিন পর বাফুফে-ছোটনের আনুষ্ঠানিক বিচ্ছেদ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৪, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ

৩৭ দিন পর নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানীর ছোটনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে চিঠি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

গত ২৮ মে ছোটন হঠাৎ করেই নারী ফুটবলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর তাকে ফেরানোর জন্য বাফুফে কর্মকর্তারা অনুরোধ করলেও তিনি তার সিদ্ধান্ত থেকে সরবেন না বলে জানিয়ে দেন।

কয়েকদিন আগে বাফুফের নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, ‘আমরা এখনো আশাবাদী ছোটন ভাই ফিরে আসবেন।’

তবে বাফুফের সেই আশা শেষ হয়ে গেছে, যখন তারা জানতে পারেন ছোটন অন্য একটি প্রতিষ্ঠানের কোচ হিসেবে যোগদান করেছেন। এরপরই বাফুফে গতকাল মঙ্গলবার তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে চিঠি দিয়ে জানিয়ে দেয়।

ছোটনের অনুপস্থিতিতে মেয়েদের অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তারই সহকারী মাহবুবুর রহমান লিটু। ছোটনের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ হওয়ার পর বাফুফে এখন সাবিনা-কৃষ্ণাদের জন্য নতুন কোচ খুঁজবে।

সর্বশেষ - সারাদেশ