চট্টগ্রাম প্রেসক্লাবে দুই দিনব্যাপী স্বাস্থ্যসেবা দিচ্ছেন ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকরা। চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্যস্য ও পরিবারের জন্য এ স্বাস্থ্যসেবার আয়োজন করা হয়েছে। কলকাতার পিয়ারলেস হাসপাতালের সহযোগিতায় শনিবার (৮ জুলাই) শুরু হওয়া এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।
উদ্বোধনী বক্তব্যে সালাহউদ্দিন মো. রেজা বলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যদের কল্যাণে বৃহৎ পরিসরে এই আয়োজন। ভারতের বিখ্যাত চিকিৎসকরা চট্টগ্রামের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুইদিনের এ আয়োজনে চিকিৎসাসেবা দিচ্ছেন। এতে দুই দেশের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধের পাশাপাশি অভিজ্ঞতাও সমৃদ্ধ হচ্ছে।
চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার। এসময় উপস্থিত ছিলেন কলকাতার ন্যাশনাল নিউরোসায়েন্সেস সেন্টারের সেক্রেটারি অ্যান্ড ম্যানেজিং মেম্বার ডা. গৌর দাশ।
আরও উপস্থিতি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, গ্রন্থাগার সম্পাদক আহমেদ কুতুব, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য জসীম চৌধুরী সবুজ, মো. আইয়ুব আলী ও মঞ্জুরুল আলম মঞ্জু।
দুইদিনের এ আয়োজনে স্বাস্থ্যসেবা দিচ্ছেন কলকাতা পিয়ারলেস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডা. সুজিত কর পুরাকায়স্থ, ইএনটি এবং হেড ও নেক সার্জারি বিশেষজ্ঞ ডা. এম এন ভট্টাচার্য্য, কার্ডিও থোরাসিক সার্জারি ডা. অশোক বন্দোপাধ্যায়, কার্ডিওলজি অ্যান্ড জেনারেল মেডিসিন ডা. সৌমিক চৌধুরী, নিউরোসার্জারি বিশেষজ্ঞ ডা. আশিষ কুমার ভট্টাচার্য, নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. তাপস কুমার ব্যানার্জি এবং অনকোলজি বিশেষজ্ঞ ডা. রাজিব ভট্টাচার্য।
আগামীকাল রোববার বিকেল ৩টায় বঙ্গবন্ধু হলে স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন পিয়ারলেস হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সুজিত কর পুরকায়স্থ। আলোচনা সভার পরপরই দ্বিতীয় দিনের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হবে।