শনিবার , ৮ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

তারে আটকে থাকা শালিক উদ্ধার করল ফায়ার সার্ভিস

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ৮, ২০২৩ ৪:০৬ অপরাহ্ণ

কুড়িগ্রাম পৌর শহরের বাজার এলাকায় বৈদ্যুতিক খুঁটির তারে আটকে থাকা একটি শালিক পাখি উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।

শনিবার দুপুরের দিকে জেলা শহরের পৌর এলাকার নিউ সুপার মার্কেট এলাকা থেকে শালিকটিকে উদ্ধার করা হয়।

ওই এলাকার ব্যবসায়ী টাইগার জানান, আকস্মিকভাবে আমরা কয়েকজন একটি শালিককে বৈদ্যুতিক তারে আটকা পড়ে ছটফট করতে দেখি। এরপরে আমরা স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত এসে ওই পাখিটিকে উদ্ধার করে। এরপর সকলের উপস্থিতিতেই পাখিটি অবমুক্ত করা হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিসের সদস্যদের প্রধান মো. শহিদুল ইসলাম বলেন,আমরা প্রাণির জীবন বাঁচাতে কাজ করি। যাদের জীবন আছে সেটা পাখি হোক আর পশু হোক অথবা মানুষ হোক আমরা খবর পাওয়া মাত্র সেখানে দ্রুত যাই ও তাদেরকে উদ্ধার করি এবং তাদের জীবন বাঁচানোর চেষ্টা করি। বৈদ্যুতিক খুঁটির তারে যে শালিক পাখিটি আটকে ছিল। স্থানীয়দের খবর পেয়ে আমরা দ্রুত সেখানে গিয়ে পাখিটি উদ্ধার করি এবং তাকে অবমুক্ত করা হয়।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত