বাগেরহাটের ফকিরহাটে নারকেল গাছ থেকে পড়ে ইউসুফ শেখ (৬৫) নামে এক দিনমুজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মানসা সাহাপাড়া এলাকায় কল্পনা চক্রবর্তীর বাড়ির নারকেল গাছ থেকে পরে তার মৃত্যু হয়। নিহত দিনমুজুর ইউসুফ শেখ মধ্যবাহিরদিয়া গ্রামের কোহিল উদ্দিনের ছেলে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান জানান, সকালে কল্পনা চক্রবর্তীর নারকেল গাছ পরিস্কার করার জন্য উঠেন দিনমজুর ইউছুস শেখ । নারকেল গাছটি ভেজা থাকায় হাত ফসকে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।