বুধবার , ১২ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

সমাবেশ সফল করতে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১২, ২০২৩ ৫:২৩ পূর্বাহ্ণ

রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ২৩ শর্তে বুধবার (১২ জুলাই) বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সমাবেশকে সফল করতে মঙ্গলবার (১১ জুলাই) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট বার সংবিধান সংরক্ষণ কমিটি ও এডহক কমিটির সদস্যরা।

এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট বার ভবনের সামনের চত্বর থেকে স্লোগান শুরু করে বারের দ্বিতীয় তলা ঘুরে নিচে এসে মিছিল শেষ করা হয়। এ সময় কয়েকশ আইনজীবী উপস্থিত ছিলেন। বিক্ষোভে আইনজীবীরা হাসিনার সরকারের পদত্যাগসহ বিভিন্ন ধরণের স্লোগান দেন।

নয়াপল্টনে বুধবার (১২ জুলাই) বিএনপিকে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি। তবে, এতে ২৩টি শর্তজুড়ে দিয়েছে পুলিশ।ডিএমপির কমিশনারের পক্ষে বিশেষ সহকারী সৈয়দ মামুন মোস্তফা সই করা এক লিখিত স্মারকে এ তথ্য জানানো হয়।

ডিএমপির শর্তে বলা হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ শর্ত যথাযথভাবে পালন সাপেক্ষে ১২ জুলাই দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে (পুলিশ হাসপাতাল ক্রসিং থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত মধ্যবর্তী স্থানে) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে সমাবেশ করার অনুমতি প্রদান করা হলো।

এদিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রচারণা মিছিলের প্রতিবাদে পাল্টা মিছিল করেন সরকার দলীয় বঙ্গবন্ধ আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ব্যানারে।

সর্বশেষ - সারাদেশ