বৃহস্পতিবার , ১৩ জুলাই ২০২৩ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপ-সম্পাদকীয়
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. খেলাধুলা
  8. চাকরি
  9. জাতীয়
  10. জীবনযাপন
  11. তথ্যপ্রযুক্তি
  12. দেশগ্রাম
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়: ওমর সানী

প্রতিবেদক
নিউজ ডেস্ক
জুলাই ১৩, ২০২৩ ৪:২২ পূর্বাহ্ণ

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই বর্তমানে তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব এ অভিনেতা।

ফেসবুকে নানা সময় নানা ঘটনা নিয়ে লেখতে দেখা যায় এ অভিনেতাকে। পরোক্ষভাবে কাউকে কাউকে দেন পরামর্শও। এবারও তাকে দিতে দেখা গেলো এমনই এক পরামর্শ।

বুধবার (১২ জুলাই) দিনগত রাতে ফেসবুকে ওমর সানী লিখেছেন, ‘ঈদ গেছে এবার আসেন ১২ মাস খেলি যেভাবে খেলতেন আমাদের সিনিয়র। এক ঈদ স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য নয়, আসেন খেলি।

রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, রিয়াজ, ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরিদী- এভাবে সারা বছর আমাদের ছবি চলতো।’

ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে।

সর্বশেষ - সারাদেশ