‘পাঠান’ নিয়ে আলোচনার ঝড় থামতে না থামতেই বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ‘জওয়ান’ সিনেমার লুক প্রকাশ্যে আসতেই কার্যত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আর গোটা প্রিভিউতে সবচেয়ে কথা হয়েছে যে দৃশ্য নিয়ে, তা হলো নেড়া মাথায় শাহরুখ খানের মেট্রোর মধ্যে ‘বেকরার করকে হামে’ গানের নাচের দৃশ্য। নেড়া মাথায় শাহরুখের সেই লুক যেমন ভাইরাল হয়েছে, তেমনই আঁচ পাওয়া গিয়েছে, কিং খানের নেড়া মাথার পাশে থাকা একটি ট্যাটুর!
সোশ্যাল মিডিয়ায় যে প্রিভিউ ও পোস্টার মুক্তি পেয়েছে, সেখানে স্পষ্ট নয় শাহরুখের মাথায় আদৌ কোনো ট্যাটু রয়েছে কি না বা থাকলে সেখানে কী লেখা রয়েছে।
তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের পাশ থেকে তোলা একটি ছবি। নেড়া মাথার সেই ছবিতে স্পষ্ট শাহরুখের ট্যাটু। সেখানে লেখা রয়েছে ‘মা জগৎ জননী’। সংস্কৃত ভাষায় লেখা এই ট্যাটুর বাংলা করলে দাঁড়ায়, জগতের মাতা।
তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এ ছবির সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। একদিকে যেমন প্রিভিউতে এমন কোনো দৃশ্য চোখে পড়েনি, তেমনই বিশেষ এ ছবি নিয়ে মুখ খোলেননি শাহরুখ বা নির্মাতারাও। রহস্যময় এই ট্যাটুর আসল সত্য কী, তা জানতে দর্শককের অন্তত অপেক্ষা করতে হবে পরের ঝলকের জন্য।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের নেড়া মাথা লুকের একটি পুতুলের ছবি শেয়ার করে নিয়েছেন এক অনুরাগী। পেশায় পেইজ উইলসন একজন শিল্পী।
‘জওয়ান’ সিনেমার প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হলো মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তার যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে।
লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান ‘বেকরার করকে হামে’-র তালে পা মেলাতে।
আর এই দৃশ্যকে অনুকরণ করেই শাহরুখের একটি পুতুল বানিয়ে ফেলেছেন এক অনুরাগী। তারও গায়ে অবিকল শাহরুখের মতোই পোশাক, মাথায় টাক। শাহরুখের সেই দৃশ্যের মতোই মেট্রোর ভিতরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। হাত পাও রয়েছে শাহরুখের সেই নাচের মতোই। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়েছে এ চারটি ছবি।
কাপড় ও প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে শাহরুখের আদলের এ পুতুল। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ পুতুলের ছবি শেয়ার করে ওই নারী অনুরাগী লিখেছেন, প্রিয় এবং প্রতিভাবান শাহরুখ, আশা করছি, আমার তৈরি এই পুতুল দিয়ে আপনাকে ও আপনার ছবি ‘জওয়ান’ সিনেমার প্রিভিউকে সম্মান জানানো খুব একটা তাড়াতাড়ি নয়।
এ ট্রেলারে এতগুলো লুক আপনি দর্শকদের উপহার দিয়েছেন তার সবগুলো তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমরা বারে বারে দেখে এ প্রিভিউর থ্রিলটা অনুভব করছি শুধু। আমার সমস্ত ভালোবাসা দিয়ে লড়ব, জিতব।